বাংলাদেশ
ওপেনস্যুসে বাংলাদেশ এর মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের কাছে ওপেনস্যুসেকে আরো সহজবোধ্য করে তুলতে চাই। ওপেনস্যুসে সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব । বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কমিউনিটির মাধ্যমে আমরা এই চমৎকার সুন্দর অপারেটিং সিস্টেমটিকে পৌঁছে দিতে চাই।
Download for openSUSE:
About openSUSE Bangladesh
ওপেনস্যুসে বাংলাদেশ এ আপনাকে স্বাগতম। ওপেনস্যুসে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। লিনাক্স ভিত্তিক এই অপারেটিং সিস্টেম ওপেনস্যুসে প্রজেক্ট কর্তৃক পরিচালিত। চমৎকার ডেস্কটপ ও সহস্র ফ্রি ও প্রোপ্রিয়েটরি সফটওয়্যার এর কল্যাণে ওপেনস্যুসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহারকারীরা ছোট ছোট ইউজার গ্রুপের মাধ্যমে নিজ নিজ দেশে এই অপারেটিং সিস্টেমকে পরিচিত ও জনপ্রিয় করতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় বাংলায় একে জনপ্রিয় করতে ও বাংলা ভাষায় ওপেনস্যুসেকে সমৃদ্ধ করতে কাজ করাই ওপেনস্যুসে বাংলাদেশ এর লক্ষ্য। বাংলাদেশের ও বাংলা ভাষাভাষী সকল ব্যবহারকারীকে এই অপারেটিং সিস্টেম সম্পর্কে জানাতে ও এটির ব্যবহারে সহায়তা করতেই ওপেনস্যুসে বাংলাদেশ কাজ করবে।
ওপেনস্যুসে বাংলাদেশ এর মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের কাছে ওপেনস্যুসেকে আরো সহজবোধ্য করে তুলতে চাই। ওপেনস্যুসে সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব । বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই কমিউনিটির মাধ্যমে আমরা এই চমৎকার সুন্দর অপারেটিং সিস্টেমটিকে পৌঁছে দিতে চাই।
আমরা চাই নতুন ব্যবহারকারী ও অভিজ্ঞদের তত্ত্বাবধানে ওপেনস্যুসে বাংলাদেশ আরো সমৃদ্ধ হোক। আপনার অংশগ্রহণ বাংলাদেশ ওপেনস্যুসে কমিউনিটি ও বাংলাদেশ লিনাক্স কমিউনিটিকে আরো শক্তিশালী ও বেগবান করে তুলবে। আমাদের সহযাত্রী হোন ও ওপেনস্যুসের চমৎকার আভিজাত্য উপভোগ করুন।